আলবার্টা, ০২ মে- প্রবাসে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। উদযাপিত হয়েছে আলবার্টা সহ কানাডার প্রায় প্রতিটি প্রদেশে। বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপনকারীদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডু। এখনো নানা আয়োজনে পরিবার থেকে সম্প্রদায়ে চলছে বৈশাখী আড্ডা ও দেশীয় আমেজের আনন্দ উল্লাস এবং ঐতির্হ্যবাহী আপ্যায়ন। কানাডায় প্রধানমন্ত্রী বাংলা নববর্ষকে পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হবার অপূর্ব এক সুযোগ হিসেবে আখ্যা দিয়ে একে কানাডীয় সংস্কৃতিরই অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছেন। এর অর্থ দাড়ালো বাঙ্গালী সংস্কৃতির এ বহমান নদী হাজরো মাইল পাড়ি দিয়ে আটলান্টিকের এ মোহনায় এসে দাড়িয়েছে। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিই আমাদের গৌরব, ও আমাদের গর্ব এবং ঐতির্হ্য. প্রধানমন্ত্রীর বার্তায় বাঙ্গালীদের পরিবার প্রীতি ও বন্ধু-বাৎসল্য খুবই নিপুনভাবে প্রতিফলিত হয়েছে। এডমন্টন প্রবাসী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট নির্বাহী ও বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি, দেলোয়ার জাহিদ ছিলেন এ বৈশাখী আড্ডার মধ্যমনি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেজবাউল ইসলাম, কাউসার খন্দকার, মির্জা বাসিত, ম. জাহিদুর রহমান, মু জহির, রকি, সাইফ, তানভীর প্রমুখ। হায়দারজান চৌধুরী ও এলমা জাহিদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ বৈশাখী আড্ডা ও দেশীয় খাবারে আপ্যায়ন। আলোচনায় উঠে আসে বিসিএই আয়োজিত এডমন্টনে বৈশাখী মেলা ১৪২৪ যা প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল। শিশু-কিশোর, ও নারী-পুরুষের পদভারে মুখরিত হয়ে উঠেছিল এডমন্টনের বনিডন কমিউনিটি সেন্টার। উঠে আসে প্রেসক্লাব ও বেসার ৩১শে চৈত্রের রাতে এডমন্টন ইষ্ট পাবলিক লাইব্রেরী চত্তরে মঙ্গল শোভাযাত্রার সাহসী আয়োজন। চিরাচরিত আড্ডায় বুঁদ হয়েও সবাই খুঁজছিলেন আগামীতে বাঙালির সেই ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবার যত পরিকল্পনা ও কর্মকৌশল। সম্প্রীতির এমনি বন্ধনকে সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে করনেশান পার্কে আগামী ৩০শে জুলাই এমজেএমএফ বাংলাদেশ স্পোর্টস ক্লাব এর ক্রিকেট টুর্নাম্যান্ট এবং এডমন্টনে বাংলাদেশ কমিউনিটিকে সর্বোচ্চ সন্মান দেয়ার জন্য এমএলএদের সম্বোর্ধনার এক কর্মসুচি ঘোষনা করেন সংগঠনের সভাপতি আহসান উল্লাহ। এর পাশাপাশি মহিলা ও শিশু-কিশোরদের জন্য দিনব্যাপী আনন্দমেলার আরো একটি কর্মসুচি ঘোষনা করা হয় এবং এ বিষয়ে মহিলাদের মধ্য থেকে সহায়ক কমিটি করে দেয়া হয়। তারা হলেন: শিরীন সুলতানা, সোনিয়া ইসলাম, নাসিমা মির্জা, এলমা জাহিদ, গুলসান জাবিন, রায়হানা রাসমিন, সাজিয়া, সোহা ইসলাম, মিসেস রবিন, মিসেস জহির, খাদিজা ইসলাম ও ইসরাত জাহান প্রমুখ। বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি, দেলোয়ার জাহিদ কমিউনিটির সদস্যদের আগ্রহ উদ্দিপক প্রশ্নের জবাবে জানান গত ৪ঠা এপ্রিল আলবার্টা পার্লামেন্টে নিউ ডেমোক্র্যাট ককাস এর সহযোগিতায় বাংলা নববর্ষকে স্বীকৃতি দিয়ে প্রাদেশিক পরিষদে একটি বিবৃতি উত্থাপিত হয়েছে। সম্মানিত ডেনিস ওলার্ড, এমএলএ তা সংসদে উত্থাপন করেছেন। বিপুল করতালির মাধ্যমে একে স্বাগত জানিয়েছেন সন্মানিত আইন প্রণেতাগণ। মাননীয় স্পিকার রবার্ট ই ওয়ানার বাংলা নববর্ষকে নিয়ে হাউজে তার গভীর আগ্রহের কথা অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। এ অর্জন, এ সন্মান বাংলাদেশের প্রতিটি প্রবাসীরতিনি বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টন ও বাংলাদেশ হেরিটেজ সোসাইটির ভবিষ্যত সমন্বিত প্রয়াসে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলার বিষয়ে তার গভীর আশাবাদের কথা ব্যক্ত করেন এবং সকলকে এ বিষয়ে এগিয়ে আসার আহবান জানান। আর/১৭:১৪/০২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qtQLuD
May 03, 2017 at 12:56AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.