রায়গঞ্জ, ২৬ মেঃ তীব্র দাবদাহের হাত থেকে স্বস্তি পেল গোটা উত্তরবঙ্গ। সকাল থেকেই বজ্রবিদ্যুত্ সহ প্রবল বৃষ্টিপাত হয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কিন্তু বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। করনদিঘি থানার পিছলা গ্রামে বাজ পরে মৃত্যু হল গোপাল সিনহা (৩০) নামে এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গোপালবাবু বৃষ্টির মধ্যেই মাঠে ধান কাটার কাজ করছিলেন। সেসময় আচমকা বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে ছুটে যায় করনদিঘী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে, দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বাসিন্দা চঞ্চল পাহান (২০) নামে অপর এক যুবক এদিন সকালে মাঠে ধান কাটার কাজ করছিল। সেসময় সেই মাঠে বাজ পরে গুরুতর জখম হয় সে। স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ভরতি করে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2r2XlZp
May 26, 2017 at 03:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন