ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে, জানাল বিসিসিআই

নয়াদিল্লি, ৭ মেঃ সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে ইংল্যান্ড এবং হোয়েলসে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যোগ দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই। রবিবার মুম্বাইতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা করা হল।

বিসিসিআই-এর এক কর্তা জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানোর বিষয়ে বোর্ডের সকল আধিকারিকই একমত। আমরা এখনই কোনো আইনি পথে হাঁটছি না। যুগ্মসচিব অমিতাভ চৌধুরী এবং সিইও রাহুল জোহরি আইসিসি-র সঙ্গে আলোচনা করবেন।’

প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনও স্কাইপের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। কিন্তু সর্বোসম্মতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে পাঠানোর সিদ্ধান্তের পর তিনিও এপ পক্ষেই মতামত দেন।

দল নির্বাচনের সময়সীমা ছিল ২৫ এপ্রিল। কিন্তু বোর্ডের জটিলটার কারণে তা থমকে ছিল। সূত্রের খবর, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই ঘোষণা করা হবে দল।



from Uttarbanga Sambad http://ift.tt/2pP9uT1

May 07, 2017 at 03:09PM
07 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top