উচ্চ মাধ্যমিকে উত্তরবঙ্গের সেরা ময়নাগুড়ি

নিউজব্যুরো, ৩০ মেঃ ৬১ দিনের মাথায় এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। প্রথম হয়েছে হুগলি কলেজিয়েট স্কুলের অর্চিস্মান পানিগ্রাহী (৯৯.২ শতাংশ)। দ্বিতীয় মহেশ শ্রীরামকৃষ্ণ বিদ্যালয়ের মায়াঙ্ক চট্টোপাধ্যায়। মেধাতালিকায় উত্তরবঙ্গের এবার জয়জয়াকার। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের চিন্ময় অধিকারী চতুর্থ হয়েছে। পঞ্চম স্থানে ময়নাগুড়ি হাইস্কুলের ছাত্র হিরণ্ময় রায়। ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের সুজয় মল্লিক সপ্তম স্থান পেয়েছে মেধাতালিকায়। সপ্তম হয়েছে রায়গঞ্জ করোনেশন স্কুলের রণজিৎ মাহাতো। মেধাতালিকায় অষ্টম স্থানে রয়েছে কোচবিহারের তুফানগঞ্জের এমএনএন হাইস্কুলের দেবাশিস সাহা। কোচবিহারের জেনকিন্স স্কুল এবার মেধাতালিকার বিস্ময়। এই স্কুলের চার ছাত্র এবার মেধাতালিকায় নবম স্থানে রয়েছে। তারা হল অভীক সরকার, দেবমাল্য সরকার, শুভদীপ রায় ও ঋদ্ধিমান সাহা। উত্তরবঙ্গ থেকে মেধাতালিকায় একমাত্র ছাত্রী দার্জিলিং জেলার মুরলিগঞ্জ গার্লস হাইস্কুলের কাজি দিলরুবা খানম। সে দশম স্থানে রয়েছে। দশম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন স্কুলের কুশল মোদকও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qBelUK

May 30, 2017 at 11:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top