গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের তান্ডবে উত্তপ্ত মালদা স্টেশন

মালদা, ২১ মেঃ এনজেপি স্টেশনের পর এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ক্ষোভের মুখে পড়ল মালদা স্টেশন। পার্শবর্তী রাজ্য বিহার ও ঝাড়খন্ডের থেকে ৪০০০০ এরও বেশি পরীক্ষার্থী ছিল। শনিবার ছিল পরীক্ষা। কোনোক্রমে পরীক্ষা দিতে এলেও লক্ষ্য ছিল ব্রহ্মপুত্র মেলে ফিরে যাওয়া। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই দেরিতে পৌঁছনোয় পরীক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়ে ব্রহ্মপুত্র মেল। জেনারেল কামরায় উঠতে গেলে সেখানে তিলধারণের মত জায়গা না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তারা। পরে অন্যান্য সংরক্ষিত কামরায় ওঠার চেষ্টা করলে সেখানকার যাত্রীদের কাছে বাধার সম্মুখীন হতে হয়। এরপরই ভাঙচুর চালায় ট্রেনের বিভিন্ন কামরায়। আরপিএফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্টেশনের বাইরে ও ভেতরে শুরু হয় লাঠিচার্জ। ছত্রভঙ্গ হয়ে যায় পরীক্ষার্থীরা। গ্রেফতার করা হয় ২০-১৫ জনের একটি দলকে। আটকে পড়ে আরও দূরপাল্লার বহু ট্রেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qK2tl0

May 21, 2017 at 12:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top