বেঙ্গল সাফারি পার্কে পাখির খাঁচা উদ্বোধন বনমন্ত্রীর

শিলিগুড়ি, ৩ মেঃ বেঙ্গল সাফারি পার্কে ৪টি পাখির খাঁচা উদ্বোধন করলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। বুধবার বিকেল ৪টা নাগাদ এই উদ্বোধন অনুষ্ঠান হয়। এদিন বনমন্ত্রী ও তাঁর স্বপরিবার বেঙ্গল সাফারি পরিভ্রমণ করেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে বিভিন্ন ভিনদেশী পাখি নিয়ে আসা হয়েছিল সাফারি পার্কে। এরজন্য খাঁচার ব্যবস্থা করা হয়। এপ্রসঙ্গে বনমন্ত্রী বলেন, ‘এটি আমাদের একটি বড় প্রকল্প। মুখ্যমন্ত্রী চান এটি রাজ্যের সেরা হয়ে উঠুক। সেভাবেই এগোচ্ছি আমরা।’



from Uttarbanga Sambad http://ift.tt/2qFepUf

May 03, 2017 at 10:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top