পাঠানকোট, ২৯ মেঃ নাশকতার আতঙ্ক এবার পঞ্জাবের পাঠানকোট জেলায়। রবিবার রাতে পাঠানকোটের মামুন সেনা ছাউনির কাছে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার হয়েছে। এরপরই এই ব্যাগ ঘিরে জারি হয়েছে হাই অ্যালার্ট।
সেনা ও সোয়াট কম্যান্ডো বাহিনী চালাচ্ছে তল্লাশি অপারেশন। এই তল্লাশি অভিযানে একটি ব্যাগে ভারতীয় সেনার তিনটি উর্দি পাওয়া গিয়েছে। যেখানে লেখা ছিল জম্মু। চলতি মাসেরই ৪ তারিখ নাগাদ মামুন সেনা ছাউনির কাছে দুটি ব্যাগ পাওয়া গিয়েছিল। সেখান থেকে উদ্ধার হয় দুটি মোবাইল টাওয়ার ব্যাটারি।
উল্লেখ্য, গত দু বছরে পঞ্জাবে দুটি জঙ্গি হানা ঘটেছে। প্রথমটি ২০১৫ সালের জুলাই মাসে গুরুদাসপুর জেলার দীননগর শহরের একটি পুলিশ স্টেশনে। সেখানে জঙ্গি হামলায় মৃত্যু হয় ১ পুলিশ সুপার সহ ৭ জওয়ানের। গুলির লড়াইকে নিহত হয় ওই তিন জঙ্গিও।
দ্বিতীয় ঘটনাটি গত বছর পয়লা জানুয়ারি গভীর রাতে বায়ুসেনার ছাউনিতে হামলা চালায় ৪ জঙ্গি। মৃত্যু হয় ৭ সেনা জওয়ানের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2scyy4K
May 29, 2017 at 12:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন