চাচিকে নিয়ে ভাতিজা উধাও অতঃপর…

নিজস্ব প্রতিবেদক ● চান্দিনা উপজেলায় দুই সন্তানের জননী চাচিকে নিয়ে ভাতিজার উধাও হওয়ার ঘটনা ঘটেছে। গত ১১ মে সকালে উপজেলার আটচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই চাচি (৩২) এক প্রবাসীর স্ত্রী। ঘটনার পর সংবাদ পেয়ে দেশে ছুটে আসেন ওই প্রবাসী। তিনি আপন ভাতিজা মো. বোরহানের (২৭) বিরুদ্ধে গত ১৭ মে চান্দিনা থানায় একটি অপহরণ মামলা করেন।

ওই মামলার বিবরণে জানা যায়, আসামি বোরহানও বিদেশে থাকেন। গত ৯ মে তিনি বিদেশ থেকে বাংলাদেশে আসেন। গত ১১ মে সকাল ১০টায় তার আপন চাচি চান্দিনার নবাবপুর বাজারে যান। ওই সময় বোরহান দুই-তিনজন লোকের সহায়তায় তার চাচিকে একটি মাইক্রোবাসে তুলে চাঁদপুরের হাজীগঞ্জের দিকে চলে যান।

এরপর বোরহানের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন তার চাচা। বোরহান তার চাচিকে নিয়ে বাড়ি ফেরত আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক বলেন, বিবাদী বোরহানের সঙ্গে তার চাচি সাতদিন পলাতক ছিলেন। এরপর তারা উভয়ে নিজ বাড়িতে চলে আসেন। পরে অভিযোগের ভিত্তিতে তাদের উভয়কে থানায় নিয়ে আসি। বোরহানকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

The post চাচিকে নিয়ে ভাতিজা উধাও অতঃপর… appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2rICWZB

May 22, 2017 at 07:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top