নয়াদিল্লি, ৩১ মেঃ গোহত্যায় যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করতে কেন্দ্রের কাছে প্রস্তাব রাখল রাজস্থান হাইকোর্ট।
কেন্দ্রীয় সরকারের গবাদি পশুর ফরমানের ওপর দেশজুড়ে তীব্র নিন্দা ও বিতর্কের ঝড়। এমনই পরিস্থিতিতে রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচাঁদ শর্মার নেতৃত্বাধীন এক সদস্যের বেঞ্চ বুধবার জানায়, রাজ্যের মুখ্যসচিব ও অ্যাডভোকেট জেনারেল হবেন গরুর আইনি রক্ষাকর্তা। গরু রক্ষা, প্রতিপালন এবং গরুকে জাতীয় পশু ঘোষণার জন্যও কাজ করবেন তাঁরা।
রাজস্থানের হিঙ্গোনিয়া গোশালায় অসুস্থতা এবং নানা কারণে গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৮ হাজারের বেশি গরু মারা গিয়েছিল। সে ব্যাপারেই মামলা হয়েছিল এবং এই মামলার পরিপ্রেক্ষিতেই আজ শুনানি ছিল রাজস্থান হাইকোর্টে। তখনই বিচারপতি শর্মার বেঞ্চ এমন সুপারিশ করেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rjTQ0W
May 31, 2017 at 06:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন