গোরুকে জাতীয় পশুর তকমা দেওয়ার সুপারিশ রাজস্থান হাইকোর্টের

নয়াদিল্লি, ৩১ মেঃ গোহত্যায় যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করতে কেন্দ্রের কাছে প্রস্তাব রাখল রাজস্থান হাইকোর্ট।

কেন্দ্রীয় সরকারের গবাদি পশুর ফরমানের ওপর দেশজুড়ে তীব্র নিন্দা ও বিতর্কের ঝড়। এমনই পরিস্থিতিতে রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচাঁদ শর্মার নেতৃত্বাধীন এক সদস্যের বেঞ্চ বুধবার জানায়, রাজ্যের মুখ্যসচিব ও অ্যাডভোকেট জেনারেল হবেন গরুর আইনি রক্ষাকর্তা। গরু রক্ষা, প্রতিপালন এবং গরুকে জাতীয় পশু ঘোষণার জন্যও কাজ করবেন তাঁরা।

রাজস্থানের হিঙ্গোনিয়া গোশালায় অসুস্থতা এবং নানা কারণে গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৮ হাজারের বেশি গরু মারা গিয়েছিল। সে ব্যাপারেই মামলা হয়েছিল এবং এই মামলার পরিপ্রেক্ষিতেই আজ শুনানি ছিল রাজস্থান হাইকোর্টে। তখনই বিচারপতি শর্মার বেঞ্চ এমন সুপারিশ করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rjTQ0W

May 31, 2017 at 06:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top