মোবারকপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করেছেন ইউপি কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার সকালে ইউপি চত্বরে অনুষ্ঠিত বাজেট সভায় অত্র ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান (তৌহিদ মিঞা)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা এস.এম আমিনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জামবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যাপক রবিউল ইসলাম রবি, অগ্রণী ব্যাংক মোবারকপুর শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নামো-টিকোরী আলিয়া মাদ্রাসা সুপার আব্দুস সালাম, অত্র ইউপির সকল সদস্য-পর্যায়ক্রমে নেফাউর রহমান, জিয়াউর রহমান, আবদুর রাজ্জাক, গোলাম মোস্তফা, সেরাজুল ইসলাম, মোঃ মোস্তফা, মনিরুল ইসলাম, কামরুজ্জামান, আবদুল আলিম, সাহেলা বেগম, রহিমা বেগম, মিলিয়ারা বেগম সহ, মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ইউপি বাজেট পর্যালোচনা সভায় ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য জন্য ২ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা বাজেট ঘোষণা করেন অত্র ইউপি সচিব আব্দুল লতিব। এসময় তিনি বলেন, ২০১৭-২০১৮ অর্থ বছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে সমপরিমান। বাজেট সভায় বক্তারা মাদক কে না, বাল্য বিয়ে নিয়ন্ত্রন, জঙ্গিবাদকে প্রতিরোধ করার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৫-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2qAXJOw

May 18, 2017 at 09:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top