বেশি টাকা রাখায় ধৃত, প্রতিবাদে বন্‌ধ

দার্জিলিং, ১০ মেঃ ১৪ মে পাহাড়ে পুরভোট। ইতিমধ্যে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী বিধি। তার ওপর নিয়মবিরুদ্ধভাবে বেশি টাকা সহ  ৪ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। এরই প্রতিবাদে কালিম্পং শহরে বন্‌ধ ডাকলো ব্যবসায়ীদের একাংশ। এদিন বিকেল হতেই শহরের সমস্ত দোকান, বাজার বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, পুর নির্বাচনের বিধিনিষেধ লাগু হওয়ার পর থেকে জেলায় ৫০ হাজার বা তার বেশি টাকা নিয়ে চলাফেরা করা আইন বিরুদ্ধ। কিন্তু এদিন দুপুরে কালিম্পং শহরে একটি গাড়ি থামিয়ে তল্লাশি করার সময় ওই গাড়ি থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওই গাড়ি থেকে কমল আগরওয়াল, প্রতীক শর্মা, তপন খাওয়াস এবং গাড়ির চালক কুরবান আলিকে গ্রেফতার করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, অভিযুক্তরা প্রত্যেকেই ঠিকাদার। শ্রমিকদের বকেয়া মেটানোর জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন। ফলে তাদের গ্রেফতার অনৈতিক। দ্রুত তাদের ছেড়ে দেওয়ার দাবিতেই কালিম্পং শহরে বনধ ডাকা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, আইন মোতাবেক গ্রেফতার করা হয়েছে তাদের। ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা কালিম্পং শহরে ।

একই সঙ্গে চেক বিলি করার অভিযোগে কার্শিয়াংয়েও তিন মোর্চা কর্মীকে  গ্রেফতার করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qqXQir

May 10, 2017 at 07:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top