কোরাপুট, ১৬ মেঃ হাসপাতাল চত্বরেই এক শিশুর মৃতদেহ খুবলে খেল কুকুর। এই মর্মান্তিক দৃশ্য বহু মানুষের নজরে এলেও বাধা দেয়নি কেউই। অনেকে আবার তা মোবাইলে রেকর্ডিং করতে ব্যস্ত। ওডিশার কোরাপুট জেলার জয়পুর মহকুমা হাসপাতাল চত্বরে এমনই অমানবিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ইতিমধ্যে সোশ্যাল সাইটে পুরো ঘটনাটি আপলোডও হয়েছে। কিন্তু পুলিশ-প্রশাসনের কর্মীরা ওই হাসপাতালে গিয়ে সেরকম কিছুই দেখতে পাননি।
জয়পুর মহকুমা হাসপাতালের চিকিত্সা আধিকারিক সীতাংশু সতপথি বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ব্যক্তিগতভাবে ওই হাসপাতালে লোক পাঠাই। কিন্তু সেখানে কুকুর ও শিশুর দেহ, কিছুই পাওয়া যায়নি। এমনকি আমাদের হাসপাতাল থেকে কোনো রোগীও নিখোঁজ হয়নি।’ তবু পুরো ঘটনার তদন্তে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান সতপথি।
জেপোরের এক পদস্থ পুলিশ আধিকারিক জানান, সোশ্যাল সাইটে আপলোড করা ওই মোবাইল রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pGo4hi
May 16, 2017 at 08:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন