ঢাকা: মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী ডুসকো মার্কোভিচকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সবার সামনে গিয়ে দাঁড়ালেন তিনি।
বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে নজিরবিহীন এ ঘটনা ঘটে।
সম্মেলনে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পসহ ন্যাটো অন্তর্ভুক্ত ২৭ সদস্য দেশের নেতারা। সেখানে তাদের নিয়ে ছবি তোলার প্রস্তুতি নেয়া হচ্ছিল। হঠাৎ ট্রাম্প খেয়াল করেন, তিনি পড়ে রয়েছেন পেছনের সারিতে। মার্কিন প্রেসিডেন্ট হয়ে তিনি পেছনে থাকবেন! আর সামনের কাতারে রয়েছেন ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগদান প্রক্রিয়ায় অংশ নেয়া মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী ডুসকো মার্কোভিচ। বিষয়টি একেবারেই মেনে নিতে পারলেন না ট্রাম্প। আর তখনই ঘটালেন ওই কাণ্ড।
ছবি তোলার জন্য দুই সারিতে ৩১ জনের দাঁড়ানোর কথা ছিল। ট্রাম্প ও ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মেসহ বেশ কয়েকজনের স্থান ছিল সামনের সারিতে। আর মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মার্কোভিচের স্থান ছিল পেছনের সারিতে। ভিডিওতে দেখা গেছে, হঠাৎই ট্রাম্প পেছনের সারি থেকে আসতে গিয়ে মার্কোভিচকে কাঁধে ধাক্কা মারেন।
সম্মেলনের পর সাংবাদিকদের মার্কোভিচ বলেন, ‘আমি সত্যিই খেয়ালও করিনি। এটা স্বাভাবিক যে আমেরিকার প্রেসিডেন্ট সামনে দাঁড়াবেন।’ ন্যাটোতে মন্টিনিগ্রোর সদস্যপদের প্রতি সমর্থন দেয়ায় মার্কোভিচ ট্রাম্পকে ধন্যবাদ জানান। আগামী মাসে ন্যাটোর ২৯তম সদস্য হতে যাচ্ছে বলকান রাষ্ট্রটি।
এদিকে, ট্রাম্পের এই ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ট্রাম্পের এই কাণ্ড দেখে মজা করে অনেকেই বিভিন্ন পোস্ট করেন। সমালোচনাও করেন অনেকে।
স্থানীয় পত্রিকা ভিজেস্তি লিখেছে, দৃশ্যত ট্রাম্প এমন কাউকে চান না যিনি কি-না সম্মেলনে তার উপস্থিতিকে ম্লান করে দেন।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2s3LZor
May 28, 2017 at 05:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.