মেক্সিকো, ১৬ মেঃ ফের সাংবাদিক খুন মেক্সিকোয়। এবার উত্তর মেক্সিকোর সিনোলোয়ায় খুন হলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক জাভিয়ার ভালদেজ। একইসঙ্গে সিনোলোয়ার প্রতিবেশী রাজ্য জালিসকোর অউতলানে খুন হলেন স্থানীয় সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক জোনাথান রুদ্রিগুয়েজ। গুরুতর আহত হয়েছেন রুদ্রিগুয়েজের মা তথা ওই সাপ্তাহিক প্রত্রিকার আধিকারিক সোনিয়া কর্দোভা। এই নিয়ে গত দু’মাসে মেক্সিকোয় ৫ সাংবাদিক খুন হলেন।
জানা গিয়েছে, রিওডোসি ওয়েবসাইট গণমাধ্যমের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন সাংবাদিক জাভিয়ার ভালদেজ। তিনি মূলত মাদক পাচার এবং সংগঠিত অপরাধ ক্ষেত্রের উপর সংবাদ করতেন। সংগঠিত অপরাধ ক্ষেত্রের প্রতিবেদন লিখেই ২০১১ সালে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন ভালদেজ। সোমবার ভালদেজের সিনোলোয়ার রাজধানী কুলিয়ানে ভালদেজের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুষ্কৃতীরা। ঘটনায় মৃত্যু হয় ভালদেজের। একইভাবে জালিসকোর অউতলানে দুষ্কৃতী হামলার মুখে পড়েন সোনিয়া কর্দোভা এবং তাঁর ছেলে রুদ্রিগুয়েজ। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। একইসঙ্গে দুই সাংবাদিকের মৃত্যুতে মেক্সিকোর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qNSgHp
May 16, 2017 at 10:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন