ঘেরাও নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি

নিশিগঞ্জ, ৩ মেঃ বুধবার সকাল থেকেই নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ এবং অবৈধ মদের ভাটি বন্ধের দাবিতে শতাধিক তৃণমূল কর্মী নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি ডিজি ভুটিয়াকে ঘেরাও করেছে আজ।

প্রসঙ্গত, ২০-২৫ দিন আগে গ্রামে অবৈধ মদের দোকানকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে। এমনকি পঞ্চায়েত সদস্যের বাড়িতে আক্রমণও হয়েছিল ঘটনাকে কেন্দ্র করে। সন্দেহের তীর বিজেপির দিকে। ঘটনার পর তৃণমূলের তরফে নিশিগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছিল বিজেপির তরফেও। কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকে।

পুলিশের এই গা ছাড়া ভাবের জন্যই আজ তৃণমূলের তরফে ডেপুটেশন জমা দিতে এসে বিক্ষোভ দেখানো হয় এবং ঘেরাও করা হয় নিশিগঞ্জ ফাঁড়ির ওসিকে।



from Uttarbanga Sambad http://ift.tt/2pvA2Z7

May 03, 2017 at 01:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top