দেশে প্রতিটি স্কুলে বাধ্যতামূলক হবে গীতা

নয়াদিল্লি, ২৩ মেঃ এবার দেশের প্রতিটি স্কুলে বাধ্যতামূলক হবে গীতা। সংসদের আগামী অধিবেশনেই এই বিষয়ে বিল আনা হতে পারে। এমনটাই জানালেন বিজেপি সাংসদ রমেশ বিধূরি।

তিনি জানান, এই বিলটি পাস হলে সংখ্যালঘু স্কুল ব্যতীত দেশের সমস্ত স্কুলে গীতা পড়ানো বাধ্যতামূলক হবে। মূলত নীতি শিক্ষার আওতায় গীতা পড়ানো হবে। যে স্কুলের পাঠক্রমে গীতা থাকবে না, সে স্কুলের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। বাতিল হতে পারে স্কুলের স্বীকৃতিও।

সম্ভবত সাংসদ রমেশ বিধূরি-ই লোকসভার আগামী অধিবেশনে গীতা বিষয়ক বিলটি আলোচনার জন্য উত্থাপন করবেন। যদিও এই নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এ ব্যাপারে বিজেপি সাংসদের সাফাই, ‘গীতার নীতি শিক্ষা যেমন রয়েছে, তেমনই আধ্যাত্মিক চিন্তনের বিকাশের উপায় রয়েছে। তাই স্কুলে ভাগবত গীতা পড়ানো হলে তরুণ প্রজন্ম সুনাগরিক এবং উচ্চ ব্যক্তিত্বের অধিকারী হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qh30t2

May 23, 2017 at 11:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top