৩০জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান

নয়াদিল্লি, ৪ মেঃ গুজরাট উপকূল থেকে ৩০ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান। বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচটি নৌকা। ওই মত্স্যজীবীদের করাচির জেলে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ওই মৎস্যজীবীরা গুজরাটের পোরবন্দরের বাসিন্দা। ভুল করে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগে ১১ এপ্রিল পাকিস্তান সাতটি নৌকা সমেত ৬০জন মৎস্যজীবীকে মুক্তি দিয়েছিল পাকিস্তান। বর্তমানে কাশ্মীর সীমান্তে দুই ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদের ঘটনা নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সেইসময় মত্স্যজীবী গ্রেফতারের ঘটনা যথেষ্ট উদ্‌঩বেগজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



from Uttarbanga Sambad http://ift.tt/2pbjLGj

May 04, 2017 at 01:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top