শীঘ্রই বাড়তে চলেছে ইন্টারনেটের স্পিড! দাবি ইসরোর

নয়াদিল্লি, ২১ মেঃ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য খুব শিগরিরই আসতে চলেছে সুখবর। ইন্টারনেটের স্পিড বাড়াতে নতুন তিনটি কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ইসরো।

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার নিরিখে গতবছরই আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে ভারত৷ তবে বাড়েনি ইন্টারনেটের স্পিড৷ স্পিডের নিরিখে দক্ষিণ কোরিয়া ২৬.৩ এমবিপিএসের সঙ্গে রয়েছে শীর্ষ স্থানে। সেখানে ভারতকে মাত্র ৪.১ এমবিপিএসের সঙ্গে খুশি থাকতে হচ্ছে।

ইসরোর চেয়ারম্যান কিরণ কুমার জানিয়েছেন, খুব শীঘ্রই জিস্যাট ১৯, জিস্যাট ১১ ও জিস্যাট ২০ নামে তিনটি নতুন কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ইসরো৷ প্রথমটি উৎক্ষেপণ করা হবে আগামী জুনেই। এই স্যাটেলাইটগুলি অনেকগুলো স্পট বিম ব্যবহার করবে। ফলে উচ্চ-তরঙ্গযুক্ত সিগন্যাল পাঠাতে সক্ষম৷ যার ফলে ভারতে ইন্টারনেটের স্পিড অনেকটাই বাড়বে বলে আশাবাদী সকলেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qDDh1a

May 21, 2017 at 02:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top