নয়াদিল্লি, ২১ মেঃ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য খুব শিগরিরই আসতে চলেছে সুখবর। ইন্টারনেটের স্পিড বাড়াতে নতুন তিনটি কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ইসরো।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার নিরিখে গতবছরই আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে ভারত৷ তবে বাড়েনি ইন্টারনেটের স্পিড৷ স্পিডের নিরিখে দক্ষিণ কোরিয়া ২৬.৩ এমবিপিএসের সঙ্গে রয়েছে শীর্ষ স্থানে। সেখানে ভারতকে মাত্র ৪.১ এমবিপিএসের সঙ্গে খুশি থাকতে হচ্ছে।
ইসরোর চেয়ারম্যান কিরণ কুমার জানিয়েছেন, খুব শীঘ্রই জিস্যাট ১৯, জিস্যাট ১১ ও জিস্যাট ২০ নামে তিনটি নতুন কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ইসরো৷ প্রথমটি উৎক্ষেপণ করা হবে আগামী জুনেই। এই স্যাটেলাইটগুলি অনেকগুলো স্পট বিম ব্যবহার করবে। ফলে উচ্চ-তরঙ্গযুক্ত সিগন্যাল পাঠাতে সক্ষম৷ যার ফলে ভারতে ইন্টারনেটের স্পিড অনেকটাই বাড়বে বলে আশাবাদী সকলেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qDDh1a
May 21, 2017 at 02:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন