চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনালে থেকেই বিদায়। স্প্যানিশ লা লিগার লড়াইটা শেষ ম্যাচ পর্যন্ত ধরে রাখতে পারলেও লিওনেল মেসিদের হতাশই হতে হয়েছে। শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। মওসুমটা কী তবে একেবারে খালি হাতেই শেষ হবে মেসি-নেইমার-সুয়ারেজদের। মওসুমজুড়ে দুর্দান্ত ফুটবল খেলার পরও এতটা হতাশা নিয়ে শেষ হবে কাতালানদের? নাহ! নিয়তি আর সেটা হতে দিল না। জাদুকর মেসির হাত ধরেই কোপা ডেল রে ফাইনালে আলাভেসকে ৩-১ ব্যবধানে হারিয়ে সান্তনামূলক ট্রফিটার ছোঁয়া পেলো লুইস এনরিকের শিষ্যরা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনেই শিরোপা উল্লাসে মেতে উঠেছে কাতালুনিয়ার ক্লাবটি। মৌসুমের শেষ মুহূর্তে এই একটি মাত্র ট্রফির ছোঁয়া পেয়ে যেন আনন্দ আর বাধ মানতে চাইছিল না। লিওনেল মেসি তাই শিরোপাটা উদযাপন করলেন পরিবারের সদস্যদের নিয়ে। ফাইনালের শেষে পুরস্কার বিতরণের পর বান্ধবী আনতোনেল্লা রোকুজ্জো, দুই ছেলে থিয়াগো এবং মাতেও মাঠে নেমে আসেন। ট্রফি নিয়ে বন্দী হন একই ফ্রেমে। ফটো সাংবাদিকদের অসংখ্য ক্যামেরা মুহূর্তেই ক্লিক করে উঠলো। ট্রফির সঙ্গে উঠে গেলো অসংখ্য পারিবারিক ছবি। এরপর আরও একটা ছবিতে দেখা যাচ্ছে দুই সতীর্থ নেইমার এবং লুইস সুয়ারেজও তাদের সন্তানদের নিয়ে মেসি এবং তার দুই ছেলের সঙ্গে দাঁড়াতে। হাতে ধরা কোপা ডেল রের সোনালি ট্রফিটা। আর/১০:১৪/২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rapv57
May 29, 2017 at 05:21AM
28 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top