ঢাকা::বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, পাট থেকে পলিথিনের বিকল্প পচনশীল পলিব্যাগ তৈরি করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। পাটের তৈরি এ পলিথিন মাটিতে ফেললে তা মাটির সাথে মিশে যাবে। এর ফলে পরিবেশ দূষিত হবে না।
পাটমন্ত্রী বলেন, পাটের সুক্ষ্ম সেলুলোজকে প্রক্রিয়াজাত করে বিজ্ঞানীরা এ ব্যাগ তৈরি করেছেন। তাদের আবিষ্কৃত এ পলিব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতোই হালকা, পাতলা ও টেকসই।
আজ সকালে রাজধানীর ডেমরায় অবস্থিত লতিফ বাওয়ানী জুটমিলে পলিব্যাগ তৈরির প্রাথমিক পাইলট প্ল্যান্ট উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বিশেষ অতিথি ছিলেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) তত্ত্বাবধানে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ও বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সাবেক মহাপরিচালক ড. মোবারক আহমদ পাটের তৈরি এ পলিব্যাগ উদ্ভাবন করেছেন। উদ্ভাবিত পলিব্যাগ পাইলট প্রকল্প পর্যায়ে উৎপাদনের উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বিজেএমসি।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qdt61O
May 12, 2017 at 11:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন