রাজগড় (অসম), ১৫ মেঃ সোমবার ভোররাতে খাঁচাবন্দী হল বিরল প্রজাতির একটি কালো চিতাবাঘ। অসমের টিংখাঙ মাজগ্রাম এলাকার ঘটনা। দীর্ঘদিন ধরে রাজগড়ের করঙ্গানী চা বাগান লাগোয়া এই মাজগ্রাম এলাকায় কালো চিতাবাঘের উপস্থিতিতে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল। বনদফতরের পাতা একটি খাঁচায় বন্দী হয় ওই চিতাবাঘটি। খাঁচাবন্দী হওয়ার সময় কালো চিতাবাঘটির মুখ এবং লেজে আঘাত লাগে। এদিন রাজগড় আরক্ষীরা ট্রাক্টর দিয়ে খাঁচাবন্দী চিতাটিকে রাজগড় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
টিংখাং এর বিধায়ক বিমল বরাই এর সঙ্গে আলোচনাতে সিদ্ধান্ত হয় অসমের চিড়িয়াখানায় এই কালো চিতাবাঘটিকে রাখার ব্যবস্থা করা হবে। চিতাবাঘটির নামকরণ করা হয় টিংখাং।
অন্যদিকে, এই ঘটনায় কালো চিতাবাঘের আতঙ্ক কাটলেও এলাকায় আরও চারটি বাঘ থাকার সম্ভাবনায় আতঙ্ক অব্যাহত থাকছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qjE5Zg
May 15, 2017 at 08:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন