অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হল বিক্রমের বিরুদ্ধে

কলকাতা, ৩০ মেঃ মডেল সোনিকা সিং চৌহান হত্যাকাণ্ডে অভিনেতা বিক্রমের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালত এই মামলা গ্রহন করেছে। উল্লেখ্য, মোটর ভেহিকলস আইন অনুযায়ী, মদ খেয়ে গাড়ি চালানো অপরাধমূলক কাজ তা জেনেও যদি কেউ গাড়ি চালান এবং তার ফলে যদি কারোর মৃত্যু হয় তখনই প্রয়োগ করা হয় এই ধারা।

এর আগে বিক্রমের বিরুদ্ধে ৩০৪ এ ধারায় মামলা করেছিল পুলিশ। যা অবহেলার কারণে মৃত্যুর ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। এই ধারায় জামিনও পেয়ে যান বিক্রম।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রাসবিহারির লেক মলের কাছে বিক্রমের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে। এরপর একটি দোকানে ধাক্কা মেরে ফের ডিভাইডারে ধাক্কা মারে। এয়ারব্যাগ খোলেনি গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের পাশের আসনে বসে থাকা সোনিকার। এদিকে গুরুতর জখম অবস্থায় বিক্রমকে ভরতি করা হয় হাসপাতালে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rB8mUS

May 30, 2017 at 09:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top