বিজেপি কর্মী ও পুলিশের খণ্ডযুদ্ধে উত্তপ্ত কলকাতার রাজপথ

কলকাতা, ২৫ মেঃ বিজেপি-র লালবাজার অভিযান নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল কলকাতা পুলিশ। তবুও বিজেপি কর্মী ও পুলিশের খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল শহরের রাজপথ। মিছিলের মধ্যে থেকে পুলিশের দিকে ইঁট ও বোমা ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পালটা লাঠিচার্জ করে পুলিশও। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। ব্র্যাবোর্ন রোডে প্রথম মিছিলে থাকা বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে লালবাজারের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়।  আন্দোলনকারীরা তারপরেও এগোতে চাইলে জলকামান ব্যবহার করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। তাতেও কাজ না হওয়ায় লাঠিচার্জ শুরু করে পুলিশ। কার্যত একই দৃশ্য দেখা যায় বেন্টিঙ্ক স্ট্রিট, কলেজ স্ট্রিটেও। আইন অমান্য করায় গ্রেফতার করা হয় কৈলাশ বিজয়বর্গীয় সহ বিজেপি-র বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rkddtN

May 25, 2017 at 03:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top