ইউরোপ ::কলেরা রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় সানা কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা জারি করেছেন। উল্লেখ্য, ইয়েমেনের রাজধানী সানা শিয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
দেশটির হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ‘এই দুর্যোগ মোকাবেলায় তারা অক্ষম।’
বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষে আন্তর্জাতিক সংস্থার কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইয়েমেনে ইরানি সমর্থিত হুতি এবং সৌদি সমর্থিত সরকারের মধ্যে যুদ্ধ চলছে। ফলে দেশটির অর্ধেকের মতো এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোকে গত দুবছর ধরে যুদ্ধাবস্থার মধ্যেই কাজ করে যেতে হচ্ছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি রোববার বলেছে, ২৭ এপ্রিল থেকে এখন পর্যন্ত কলেরার কারণে সানায় ১১৫ জনের প্রাণহানি এবং ৮ হাজার ৫ শ’ জন আক্রান্ত হয়েছে।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pOlmRR
May 15, 2017 at 06:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন