ঢাকা, ৩০ মে- বহুমুখী প্রতিভার অধিকারী অপি করিম। নৃত্য, অভিনয়, উপস্থাপনা, সংগীত, মডেলিং তো আছেই, সেই সঙ্গে ব্যক্তি জীবনে তিনি একজন স্থপতি ও শিক্ষক। তবে অপি করিমের আরেকটি পরিচয়ের কথা অনেকেই জানেন না। অপি করিম একসময় ফুটবল খেলতেন। যদিও এই ফুটবল খেলা পরিবার-পরিজনের সঙ্গেই সীমাবদ্ধ ছিল। তবে এখনো ফুটবল খেলার স্মৃতি মনে পড়লে অপি রোমাঞ্চিত হয়ে পড়েন। সম্প্রতি ঈদের জন্য মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন রাঙা সকালর বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছেন অপি করিম। এতদিন তিনি একজন উপস্থাপক হিসেবে তারকাদের আমিত্ব বের করবার চেষ্টা করেছেন কিংবা গ্লোয়িং চেয়ারে বসিয়ে তারকাদের অজানা তথ্য জেনেছেন। তবে এবার ঈদের বিশেষ রাঙা সকাল- এ অপি করিম তার না বলা অনেক কথাই ব্যক্ত করেছেন। রাঙা সকাল-এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন, সকাল সাতটায়, মাছরাঙা টেলিভিশনে। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থাপনায় রাঙা সকাল প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল। আর/১২:১৪/৩০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s7yyUe
May 30, 2017 at 07:53AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন