জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট মামলারও আদালত পরিবর্তন চেয়ে আবেদন

fঢাকা::

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট মামলারও আদালত পরিবর্তন চেয়ে আবেদন করা হয়েছে।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলায় আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।

আবেদনের বিষয়ে আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে এর আগে বেগম খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলাটি স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই আদালতে এই মামলাটির ন্যায়বিচার পাওয়া নিয়েও আমাদের সংশয় রয়েছে। এ কারণেই আমরা আবেদনটি করেছি।’

আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলেও জানান এই আইনজীবী।

আদালত পরিবর্তনের এই আবেদনটি আবু আহমেদ জমাদারের আদালতে গত ১৩ এপ্রিল খারিজ হয়েছিল। সেই খারিজের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে এই রিভিশন আবেদন করেছেন খালেদা জিয়া।

বর্তমানে মামলাটি খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন পর্যায়ে রয়েছে। আগামী ২৫ মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qj6ZZB

May 15, 2017 at 06:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top