ঢাকা, ২৩ মে- রোববার (২১ মে) থেকে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প। ২৫ ক্রিকেটারকে নিয়ে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। অনুশীলন ক্যাম্প ও জুনের শেষে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে যুব দলের জন্য বিদেশি কোচ নিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেমিয়েন রাইট। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই অজি কোচ। মঙ্গলবার শিষ্যদের সঙ্গে পরিচয় পর্ব শেষ করে প্রাথমিক আলোচনাও সেরে নিয়েছেন তিনি। সেখানেই হয়তো আসন্ন ত্রিদেশীয় সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনা কিছুটা আলোচনা করে নিয়েছেন নবনিযুক্ত এই কোচ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ যুবাদের নিয়ে কাজ করবেন ৪১ বছর বয়সী এই কোচ। অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন ডেমিয়েন রাইট। অস্ট্রেলিয়ার এ দলের হয়েও খেলেছেন সাবেক এই পেসার। খেলেছেন তাসমানিয়া, ভিক্টোরিয়ার হয়ে। এছাড়া ইংলিশ কাউন্টি ক্লাব গ্ল্যামরগান, নর্দাম্পটনশায়ার, সমারসেট, সাসেক্স ও ওরচেস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নিয়েছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে নাম লিখিয়েছেন ২০১১ সালের দিকে। নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে কোচিং পেশায় নাম লেখান তিনি। নিউজিল্যান্ডের পর ক্রিকেট তাসমানিয়ার সিনিয়র সহকারী কোচ, ক্রিকেট ভিক্টোরিয়ার বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪১ বছর বয়সী রাইট। ছয় বছরের কোচিং ক্যারিয়ারে বিগ ব্যাশেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্স এবং হোবার্ট হারিকেনসের সাথে কাজ করেছেন রাইট। এর মধ্যে হোবার্ট হারিকেনসের প্রধান কোচ ও মেলবোর্নের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিগ ব্যাশের পর এবার বাংলাদেশ যুবাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন এই অজি কোচ। জুনের শেষ সপ্তাহে ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ডাক পাওয়া ২৫ ক্রিকেটারের মধ্যে রয়েছেন ১২ ব্যাটসম্যান, তিন উইকেটরক্ষক, চার স্পিনার ও ছয় জন পেসার। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা তিন ক্রিকেটারও আছেন এবারের ক্যাম্পে। তারা হলেন- সাইফ হাসান, পিনাক ঘোষ ও মোহাম্মদ আব্দুল হালিম। দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন- ব্যাটসম্যান: সাইফ হাসান, সজিব হোসেন, পিনাক ঘোষ, নাঈম শেখ, মোহাম্মদ জালাল উদ্দিন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, রায়হান রাফসান, শামীম হোসেন পাটোয়ারী, হাবিবুর রহমান মারুফ ও মোহাম্মদ রকিব। উইকেটরক্ষক: মাহিদুল ইসলাম, ভূঁইয়া অঙ্কন ও শাকিল হোসেন। স্পিনার: মনির হোসেন, সাইদুল ইসলাম প্রামাণিক, নাঈম হাসান ও সাখাওয়াত হোসেন। পেসার: কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হালিম, হাসান মাহমুদ ও রবিউল হক। আর/১৭:১৪/২৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qQTVLc
May 24, 2017 at 12:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top