কালিম্পং, ৮ মেঃ ‘এবারের পাহাড়ের নির্বাচন হবে উন্নয়নের নিরিখে। মোর্চা যতই গোর্খাল্যান্ডের জিগির তুলুক না কেন, তার প্রভাব পড়বে না ইভিএমের ওপর।’ সোমবার কালিম্পংয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে বেরিয়ে এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার পর্যবেক্ষক অরুপ বিশ্বাস। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ৬ বছর ধরে পাহাড়ে যে উন্নয়ন ঘটেছে তা স্বাধীনতার পরবর্তীকালে কোনো সরকারের আমলেই সম্ভব হয়নি। বরং গত ১০ বছরে মোর্চা নেতারা দূর্নীতির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে গিয়েছেন। উন্নয়নের সওয়াল করে অরুপবাবু জানান, শুধুমাত্র কালিম্পং জেলার জন্যই জল প্রকল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এদিন অরুপবাবু কালিম্পংয়ের ২, ৩, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে র্যালি করেন। র্যালিতে যোগ দেন প্রচুর মানুষ।
from Uttarbanga Sambad http://ift.tt/2pSkH57
May 08, 2017 at 01:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন