সাভারে উগ্রবাদী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও

fঢাকা::

সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় গতকাল শুক্রবার রাতে উগ্রবাদী আস্তানা সন্দেহে তিনটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পরে রাতে একটি ছয়তলা ভবন ঘিরে রেখেছে। আজ শনিবার সকালে যেকোনো সময় পুনরায় বাড়িটিতে অভিযান চালানো হবে।

জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি জাহিদ হোসেনের নেতৃত্বে প্রথমে নামা গেন্ডা এলাকার আনোয়ার মোল্লার পাঁচতলা ভবনের নিচ তলায় অভিযান চালায়। এ সময় পুলিশের খবর পেয়ে সন্দেহভাজন উগ্রবাদীরা চলে যায়। সেখান থেকে কিছু উদ্ধারের খবরও পাওয়া যায়নি। পরবর্তীতে একই এলাকার কিছু সামনে গিয়ে নির্মাণাধীন ছয়তলা ভবনের সাকিব নামের এক ব্যক্তির মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ডিভাইস, ল্যাপটপ, বোমা তৈরির সারঞ্জাম পাওয়া যায়। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে সন্দেহভাজন উগ্রবাদীরা সেখান থেকেও সরে পড়ে। তবে সেখানে তারা চুলার ওপর ভাত রেখে চলে যায় বলে পুলিশ সাংবাদিকদেক জানিয়েছেন।

এ ছাড়াও সাথেই মোশারফ হোসেন নামের এক ব্যক্তির প্রবাসী মেয়ের জামাইর আরেকটি দ্বোতলা বাড়ির একটি রুম ভেতর থেকে লাগানো আছেন। পুলিশের ধারণা, ওইখানে সন্দেভাজন উগ্রবাদী থাকতে পারে।

রাত আনুমানিক ১১টার দিকে ডিএসবি’র এডিশনার এসপি সাইদুর রহমান জানান, আগামীকাল (আজ শনিবার) পুনরায় গিরে রাখা বাড়িটিতে অভিযান চালানো হবে। এ অভিযানে পুলিশ র‌্যাবসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2r68PeM

May 27, 2017 at 11:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top