লখনউ, ৩১ মেঃ বাবরি মামলায় বিজেপি-র শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার্জ গঠন হল গতকাল। পরের দিন আজ অযোধ্যা সফরে এসে অস্থায়ী রাম মন্দিরে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর তিনি প্রথমবার অযোধ্যায় গেলেন।
এদিন ফৈজাবাদ-অযোধ্যা ডিভিশনের উন্নয়নের কাজ পরিদর্শন করেন যোগী। কাজের মাঝেই তিনি সেখানে মন্দির ও ঘাটে পুজো দেন। যোগী হলেন দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি বিতর্কিত স্থানে গিয়ে পূজো দিলেন। এর আগে রাজনাথ সিং মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ সালে রামলালা মন্দিরে পুজো দিয়েছিলেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2riZf8y
May 31, 2017 at 01:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন