মুম্বাই, ১৭ মে- জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের। ফ্রান্সের কান শহরে ইতোমধ্যেই বসেছে তারার মেলা। আর এই তারার মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করার সুযোগ পেলেন বলিউড ডিভা দিপীকা পাড়ুকোন। এবারের কান উৎসবে প্রসাধনী সামগ্রির ব্র্যান্ড লরিয়েলর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কান উৎসবে যোগ দিবেন দীপিকা। এর আগেও বলিউড থেকে ঐশ্বরিয়া, সোনম ও প্রিয়াংকার মতো তারকারা অংশ নিলেও দীপিকার জন্য এটাই প্রথম। প্রথমবারের মতো কানের লাল গালিচায় অভিষেকের মুহুর্ত স্মরণীয় করে রাখতে বুধবারেই কানে পৌঁছেছেন চেন্নাই এক্সপ্রেস তারকা। জোহানা অরটিজ ও শার্লট অলিম্পিয়ার ডিজাইন করা পোশাক দিয়ে সেরেছেন ড্রেস রিহার্সেলও। এ ব্যাপারে বেশ উচ্ছ্বসিত দীপিকা টুইটারে বলেন, উত্তেজনা থামছেই না। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেয়াটা অবশ্যই গৌরবের। আর/১৭:১৪/১৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qQTBgn
May 18, 2017 at 12:45AM
17 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top