বিজিবি’র হাতে আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের অবস্থানরত বিজিবি’র ৯ ও ৫৯ ব্যাটালিয়নের হাতে বিভিন্ন আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য রবিবার আনুষ্ঠানিকভঅবে ধ্বংস করা হয়েছে।
সকালে বিজিবি’র ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস কর্মসুচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এ সময় উপস্থিতি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান, ৫৯ ব্যাটালিয়নের লে. কর্ণেল রাশেদ আলী।
সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে দুই ব্যাটালিয়নের সদস্যদেও হাতে আটক প্রায় ২৯ হাজার বোতল ফেন্সিডিল, প্রায় ৫২ হাজার পিস নেশাজাতীয় ইঞ্জেকশনসহ দেশী বিদেশী মদ, হেরোইন, ইয়াবা, গাজা ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মূল্য প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৫-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2p1p3nv

May 01, 2017 at 12:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top