কলকাতা, ৩০ মে- ক্যামেরার সামনে তিনি সাবলীল। কিন্তু মাইক হাতেও যে সমান সাবলীল তা এত দিন অজানা ছিল দর্শকদের। এ বার তাও করে দেখালেন। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। মাইক হাতে গেয়ে উঠলেন, আমার প্রাণের পরে চলে গেল কে। বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে গত ৪ মে অনলাইন রিলিজ হয়েছে স্বস্তিকার প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম আমার মুক্তি আলোয় আলোয়। মেজর সেভেন্থ এর ব্যানারে। রবিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে মুক্তি পেয়েছে রবীন্দ্র গানের এই সিডি। স্বস্তিকার কথায়, বাবার কাজের কোনও আর্কাইভ নেই আমার কাছে। একার হলে হয়তো এত কিছু হত না। বাবার জন্যই এ সব হলো। আর ফাইনালি মায়ের স্মরণে কিছু করতে পারলাম এটা ভেবেই ভাল লাগছে। সবটাই হলো কিন্তু মা দেখে যেতে পারল না। সন্তু বললেন, গান তো আমি আগেও অনেক গেয়েছি। কিন্তু এ ভাবে কিছু হয়ে ওঠেনি। মেয়ের জোরাজুরিতেই এ সব হল। এ দিনের অ্যালবাম লঞ্চে তিনিও একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। একটি গানে গলা মিলিয়েছেন দুজনেই। অ্যালবামে থাকছে মোট ছটি গান। স্বস্তিকার গলায় তিনটি। সন্তু গেয়েছেন দুটি। একটি গানে যৌথ ভাবে গলা মিলিয়েছেন বাবা-মেয়ে। শুট করা হয়েছে একটি মিউজিক ভিডিও। সূত্রঃ আনন্দবাজার আর/১২:১৪/৩০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qvqZp9
May 30, 2017 at 07:42AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন