পাচার হওয়ার আগেই উদ্ধার গোরু, ধৃত ৫

ঘোষপুকুর, ১ মেঃ  পাচার হওয়ার আগেই উদ্ধার হল গোরু বোঝাই একটি ট্রাক। গোপনসূত্রে খবর পেয়ে সোমবার ভোর ৩.৪৫ মিনিট নাগাদ বিধাননগরের ঘোষপুকুর টোলপ্লাজা এলাকা থেকে আটক করা হয় গোরু বোঝাই ওই ট্রাকটি। উদ্ধার করা হয় মোট ৯৬টি গোরু। চালক কোনোরকম বৈধ তথ্য দেখাতে অসমর্থ হওয়ায় আটক করা হয় চালক সহ আরও ৪ জনকে। তবে ১ জন পালাতে সমর্থ হয়। সূত্রের খবর, উত্তর দিনাজপুর থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই গোরুবোঝাই ট্রাকটি।

ধৃতরা, বাবুল আলম (৫০) উত্তরদিনাজপুরের পাঞ্জিপাড়ার বাসিন্দা, আব্দুল হামিদ (৩৬), মুস্তাফা আলি (২১) ও আনারুল হক (২০) আসামের গৌরিপুরের বাসিন্দা এবং মহম্মদ ইকবাল (২৭) উত্তরপ্রদেশের বাজরাবস্তি এলাকার বাসিন্দা। বর্তমানে সকলেই রয়েছে বিধাননগর থানায়।



from Uttarbanga Sambad http://ift.tt/2oOreid

May 01, 2017 at 02:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top