গণভবন এলাকায় গুলিবিদ্ধ এসপিবিএন সদস্যের মৃত্যু

fঢাকা::

গণভবনের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্য আতিকুর রহমান (২৮) মারা গেছেন।

শুক্রবার দিবাগত ১২টার দিকে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালনকালে তিনি গুলিবিদ্ধ হন। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে  নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কীভাবে গুলিবিদ্ধ হলেন জানতে চাইলে এসপিবিএন-২-এর পুলিশ সুপার জানান, ‘কী করে তিনি গুলিবিদ্ধ হলেন, তা এখনো স্পষ্ট নয়। এটা সন্ত্রাসী হামলা, না দুর্ঘটনাবশত অথবা আত্মহত্যার চেষ্টা, তা কিছুই তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।’

শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জি জি বিশ্বাস জানিয়েছেন, তিনি এসপিবিএন সদস্যদের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। নিজের অস্ত্র থেকেও অসাবধানতাবশত গুলি বের হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা আছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় নায়েক আতিকুরকে হাসপাতালে নিয়ে আসে পুলিশের একটি দল। রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তাকে নিয়ে আসা পুলিশ সদস্যরা জানান, গণভবনের উত্তর ফটকে মসজিদের কাছে গুলিবিদ্ধ হন আতিকুর।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2r7s2Pq

May 27, 2017 at 10:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top