ঢাকা, ০১ মে- রাস্তায় এক মেয়েকে উত্তক্ত করছিল কিছু বখাটে যুবক। এ সময় ঘটনাচক্রে সেখানে হাজির হন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারকা হয়ে ওঠা হিরো আলম খ্যাত আশরাফুল আলম। বখাটেদের সঙ্গে কাটাকাটির এক পর্যায়ে আলম তাদের মারধর করেন। এ সময় আচমকা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলমকে গ্রেপ্তার করে। পরে বুলবুলির স্বীকারোক্তিতে আলমকে ছেড়ে দেওয়া হয়। মঈন বিশ্বাস পরিচালিত মারছক্কা সিনেমার একটি দৃশ্য এটি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পাণ্ডে প্রমুখ। সিনেমাটি নির্মিত হয়েছে জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনালর ব্যানারে। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প ও উপস্থাপনে ব্যাপক নতুনত্ব রেখেছি,আশা করি দর্শকদের ভালো লাগবে। আলম বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাবো। সত্যিই আমি প্রযোজক ও পরিচালকের কাছে কৃতজ্ঞ। আশা করি সিনেমাটি হলে গিয়ে দেখবেন সবাই।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qux6tI
May 01, 2017 at 07:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top