আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের উত্তরাঞ্চলীয় জেলা কালা-ই-জালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তুমুল লড়াই চলছে। শনিবার স্থানীয় কর্মকর্তা হাজী মোহাম্মদ হাসান একথা জানান। খবর সিনহুয়া’র।
তালেবান সদস্যরা তাজিকিস্তান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই জেলাটি কৌশলগত কারণে দখলের জোর চেষ্টা চালাচ্ছে।
মোহাম্মদ হাসান বলেন, তালেবান শুক্রবার সকালে হামলা চালায় এবং বিদ্রোহীরা চেকপয়েন্টের কিছু নিরাপত্তা কর্মীকে বন্দী করে।
দু’পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2p7gzzA
May 06, 2017 at 05:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.