ঢাকা, ১৮ মে- ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু অর্ডের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩৭ বছর বয়সী এই কোচ আগামী মাসের শুরু থেকে কাজে নামবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ন্যাশনাল টিমস কমিটির বুধবারের সভায় সর্বসম্মিতক্রমে তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী মাসের শুরুতে তিনি দায়িত্ব নেবেন। ২০১০ সালে থাইল্যান্ডের দল বেক তেরো সাসানার কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করা অর্ড ২০১২ সালে দায়িত্ব নেন থাইল্যান্ডেরই মুয়াং থং ইউনাইটেডের বি দলের। ২০১৩ সালে থেকে অস্ট্রেলিয়ার দল পার্থ গ্লোরির সহকারী কোচ ছিলেন তিনি। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার অর্ডের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারটা আহামরি নয়। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দুটি সেমি-প্রফেশনাল ক্লাবে খেলেন তিনি। সর্বশেষ বাংলাদেশ দলের কোচ ছিলেন টম সেইন্টফিট। বিশ্বকাপ বাছাইয়ের ভরাডুবির পর বেলজিয়ামের এই কোচকে বিদায় করে দেয় বাফুফে। আর/১২:১৪/১৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qSoh0R
May 18, 2017 at 06:38AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন