জেদ্দা, ২৭ মে- সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল এন্ড কলেজে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০১৭ অনুষ্ঠিত হয়। গতকাল ২৬ মে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দার অডিটোরিয়াম প্রঙ্গণে এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুই ভাগে বিভক্ত হয়ে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম শাখার ছেলে মেয়েরা। প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলা শাখা সমান পয়েন্ট পেয়ে বিজয় অর্জন করেন এতে সেরা সেরা বিতার্কিক হয়েছে পক্ষ দেলের সাঈদ হোসেন ও বিপক্ষ দলের মাহমুদা ইমদাদ। ইংলিশ মিডিয়াম শাখার পক্ষে বিজয় অর্জন করে পক্ষ দল এবং সেরা বিতার্কিক হয়েছেন মুসলিম বীল্লাহ। প্রতিযোগিতার বিষয় ছিল অর্থ অনর্থের মূল। প্রতিযোগিতা জাফর স্যার এর সঞ্চালনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্তঅধ্যক্ষ হামদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট কনসাল লেবার ও শিক্ষা কাজী সালাউদ্দিন। এতে বিশেষ অতিথির ছিলেন স্কুল গর্ভনিংবডির চেয়ারম্যান মার্শেল কবির পান্নু, ভাইস-চেয়ারম্যান আবুল কালাম আজাদ। কনসাল সালাউদ্দিন বলেন, প্রত্যেক বছর যদি স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি অভ্যন্তরীণ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহযোগিতা করবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা। আমরা বিশ্বাস করি এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আর/১৭:১৪/২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s17p5m
May 27, 2017 at 11:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top