চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল  

নয়াদিল্লি, ৮ মেঃ দীর্ঘ টালবাহানার পর আজ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত হল ভারতীয় দল। নতুন কোনো চমক নেই দলে। দলে জায়গা পেলেন সদ্য চোট সারিয়ে ফিট হয়ে ওঠা রোহিত শর্মা ও মহম্মদ সামি। কেকেআরের হয়ে ভালো পারফরম্যান্সের জেরে দলে জায়গা করে নিলেন মণীশ পাণ্ডেও। রয়েছেন যুবরাজ সিংহও। জায়গা হয়নি গৌতম গম্ভীর, পেসার আশিস নেহরার।

পুরো টিম- বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহ, কেদার যাদব, শিখর ধবন, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বীন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, মণীশ পাণ্ডে ও যশপ্রীত বুমরাহ। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ঋষভ পন্থ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, সুরেশ রায়না ও দীনেশ কার্তিককে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১ জুন থেকে। ৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের সিরিজে খেলেছিল ভারত। সেই সিরিজে জয় পেয়েছিল বিরাটের দল। নির্বাচকদের আশা, ইংল্যান্ডেও ভারতীয় দলের সেই ফর্ম বজায় থাকবে।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2pSMBy0

May 08, 2017 at 03:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top