লিবীয়ায় নৌকা ডুবে নিহত ২০

f7511_নৌকাডুবি_long

ঢাকা: লিবীয় উপকূলের প্রায় ৫০ কিলোমিটার দূরে সাগরে নৌকা ডুবে অন্তত ২০ অভিবাসীর নিহত হয়েছে। ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে বুধবার এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় ৫০০ অভিবাসী বহনকারী জনাকীর্ণ একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। লিবীয় উপকূলের কাছের এ নৌকাডুবির পর উদ্ধার অভিযান চলছে।

ইতালি কোস্টগার্ডের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ২০০ অভিবাসনপ্রত্যাশী সাগরের পানিতে পড়ে গেছে।

ইউরোপে পাড়ি জমাতে ভূমধ্যসাগর ব্যবহার করে অভিবাসীরা সাগর পাড়ি দেয়ার চেষ্টা করছেন। ভূমধ্যসাগরের এই জলপথ অবৈধ অভিবাসীদের জন্য সবচেয়ে ব্যস্ত। চলতি বছর ইতালিতে অন্তত ৫০ হাজার অভিবাসী পাড়ি জমিয়েছে। ঝুঁকি নিয়ে এই সাগর পাড়ির ঘটনায় সবচেয়ে প্রাণঘাতী ঘটনাও ঘটছে অহরহ।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qW0E4C

May 24, 2017 at 07:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top