অবশেষে ঠাঁই হাসপাতালে

শিলিগুড়ি, ৭ মেঃ টানা ৪ দিন ধরে শিলিগুড়ি টাউন স্টেশনে পড়ে থাকার পর ঠাঁই হল শিলিগুড়ি জেলা হাসপাতালে। অভুক্ত এবং গায়ে প্রচণ্ড জ্বর। আজ সকালে রাধা রাম নামে এক মহিলা সংবাদমাধ্যমের নজরে আসতেই তত্পর হয় আরপিএফ এবং জিআরপি।

জানা গিয়েছে, ওই মহিলার স্বামী ছিলেন সেনাবাহিনীর কর্মী। স্বামীর মৃত্যুর পর তিনি অসম থেকে চলে আসেন শিলিগুড়ি। ভাড়া থাকতেন ২০ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। কাজ করতেন ১৯ নম্বর ওয়ার্ডের বাগরাকোট এলাকার একটি হোটেলে। জ্বর এবং শারীরিক অসুস্থতার জেরে হোটেলের কাজও হয়ে যায় হাতছাড়া।



from Uttarbanga Sambad http://ift.tt/2piR9tW

May 07, 2017 at 01:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top