পূজালি, ১৪ মেঃ পুরভোটে ব্যাপক বোমাবাজি ও বাইক বাহিনীর দাপাদাপির ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগণার পূজালি বিধানসভায়। সকালে শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল ভোটগ্রহণ। কিন্তু একটু বেলা বাড়তেই বদলে গেল গোটা চিত্র। পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজি করে একদল দুষ্কৃতী। বোমাবাজির ঘটনা ঘটে ১০ ও ১৪ নম্বর ওয়ার্ডেও। ওই ওয়ার্ডেই পূজালি-রামচন্দ্রপুর ওয়র্ড অফিসের বুথের বাইরে গুলিচালনার ঘটনাও ঘটে। ভয়ে পালিয়ে যান ওই বুথের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী। বুথে ঢুকে ভাঙচুর করা হয় ইভিএম। আতঙ্কে শৌচাগারের মধ্যে লুকিয়ে পড়েন ভোটকর্মীরা। কিছুক্ষণের জন্য নিখোঁজ হয়ে যান ১৯ নম্বর বুথের সেকেন্ড পোলিং অফিসার। পরে আহত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। বেলা আরও বাড়তে শুরু হয় বাইক বাহিনীর দাপাদাপি। পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিশাল বাইক মিছিল করে একদল যুবক। বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় তারা। বোমাবাজি ও বাইক বাহিনীর দাপটে ভোট দিতে বের হননি ভোটাররা। পরে ঘটনাস্থনে যায় বিশাল পুলিশবাহিনী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2reE2ft
May 14, 2017 at 02:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন