মানিকগঞ্জ, ১৪ মে- আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ডের দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ৫ রান করে ফিরেন সৌম্য সরকার। সৌমের বিদায়ের পর ক্রিজে আসেন সাব্বির। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরী করা এ ব্যাটসম্যান এদিন ফিরেন খালি হাতে। সাব্বিরে মত দলকে বিপর্যয়ের দিকে ঠেলে প্যাভিলিয়নে ফিরেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ১৩ রানে আউট হোন মুশফিক। ৩ উইকেট হারিয়ে যখন পরম বিপর্যয়ে টাইগাররা তখন তামিমের সাথে দলের হাল ধরেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন সাকিব। তবে তিনিও বেশি সময় মাঠে থাকতে পারেননি। ১০ রান করে ফিরতে হয় তাকেও। খেলার এমনটা কেন হলো তা ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন- তার ধারণা, উইকেট সহজ ছিল না। প্রচুর ঘাস ছিল। তাই সমস্যা হয়েছে। আজ ঢাকার অদূরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার মহাদেবপুরে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে বিসিবি বিগ বস জানিয়ে দিলেন, ডাবলিনে শুক্রবার প্রথম ম্যাচ যে পিচে হয়েছে, তাতে ঘাস ছিল প্রচুর। যে কারণে ব্যাটিং করা সহজ ছিল না। তাই যদি হবে, তাহলে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ স্বাচ্ছন্দে ভালো খেললেন কি করে? এ প্রশ্নর জবাবে নাজমুল হাসান পাপনের ব্যাখ্যা, পিচে যে এতবড় ঘাস থাকবে, ক্রিকেটাররা তা স্বপ্নেও ভাবেনি। আমি ক্রিকেটারদের সাথে কথা বলে জেনেছি, ওদের ধারণা ছিল পিচে ঘাস থাকলেও খেলার দিন সকালে সে সব ঘাস কাটবে। কিন্তু কাটেনি। তাতেই ঘটেছে বিপত্তি। বিসিবি প্রধানের কথায় পরিষ্কার ইঙ্গিত, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধৈর্য ধরে খেলেই সফল হয়েছে। তাইতো তার মুখে এমন কথা, তামিম ও রিয়াদের (মাহমুদউল্লাহ) খেলা দেখে বোঝা গেছে এক্সপেরিয়েন্স কতটা ম্যাটার করে। ওরা অভিজ্ঞতা কাজে লাগিয়েই ভালো খেলেছে। শুধু অভিজ্ঞতার জোরেই ওই দুজন অত সুন্দর করে খেলতে পেরেছে। আসলে ওই কন্ডিশনে ভালো খেলা অত সহজ ছিল না। আর/১২:১৪/১৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rdrvsI
May 14, 2017 at 06:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন