শিলিগুড়ি, ৫ মেঃ শুক্রবার শিলিগুড়িতে শুরু হতে চলেছে উর্জা ২০১৭ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন, রানিডাঙা এসএসবি, কদমতলা বিএসএফ মাঠে অনুষ্ঠেয় প্রতিযোগীতা আয়োজনের দায়িত্ব বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারকে দেওয়া হয়েছে। ফ্রন্টিয়ারের আইজি রাজেশকুমার মিশ্র জানান, ‘প্রতিযোগীতায় রাজ্যের ছেলে এ মেয়েদের ৮টি করে মোট ৩২টি দল অংশ নেবে। চ্যাম্পিয়ন ৫ হাজার, রানার্স ৩ হাজার ও তৃতীয় স্থানাধিকারী ২ হাজার টাকা পুরস্কার পাবে। পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। শুক্রবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রাজ্যপাল কেশরানাথ ত্রিপাঠী সহ ক্রীড়া তারকা শ্যাম থাপা, শান্তি আইচ মল্লিক, সুজাতা কউর ও প্রতিমা বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হবে।’
জানা গিয়েছে, এই প্রতিযোগীতা থেকে উর্জা ২০১৭ পূর্বাঞ্চল পর্যায়ের জন্য রাজ্য দল গঠন করা হবে। দ্বিতীয় পর্যায়টি আগামী মাসে রায়পুরে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্যায়ের আসর বসবে নয়াদিল্লিতে। আজ দুপুর ৩টায় কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সেইল অ্যাঔকাডেমির মুখোমুখি হবে ডায়মন্ড হারবার।
from Uttarbanga Sambad http://ift.tt/2pg0gw4
May 05, 2017 at 02:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন