শ্রীলঙ্কায় দুর্যোগ মোকাবিলায় ৩টি জাহাজ পাঠাল ভারত

নয়াদিল্লি ও কলম্বো, ২৭ মেঃ বন্যা ও ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা। মৃত ও নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। এখনও ঘরছাড়া বহু মানুষ। এই পরিস্থিতি মোকাবিলার জন্য শনিবার সকালে ত্রাণ বোঝাই একটি নৌজাহাজ শ্রীলঙ্কায় পাঠিয়েছে ভারত। এছাড়া চিকিত্সা ও ত্রাণসামগ্রী সহ আরও দুটি নৌজাহাজ যাচ্ছে এবং যুদ্ধকালীন তত্পরতায় কাজ করার জন্য ওই জাহাজে করে হেলিকপ্টারও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা।

অন্যদিকে, এই প্রাকৃতিক দুর্যোগে শ্রীলঙ্কায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি মোকাবিলায় নৌজাহাজ প্রেরণ সহ সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্রের খবর, নিখোঁজ ১১০ জন। এছাড়া ঘরছাড়া হয়েছেন লক্ষাধিক মানুষ। সবচেয়ে বিপর্যস্ত হয়েছে দেশের দক্ষিণ ও পশ্চিম এলাকা। এই এলাকায় ১৪ জেলার ৫২ হাজার ৬০৩টি পরিবারের ২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s82pLk

May 27, 2017 at 10:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top