গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে ১৩ দেশের আইজি প্রিজন

fঢাকা:

বাংলাদেশ সফররত ১৩টি দেশের কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন করেছেন ।

আজ শুক্রবার সকালে বাংলাদেশের আইজি প্রিজনের সাথে পরিদর্শনে করেন কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতুর আইজি প্রিজন।

আজ সকাল সোয়া ৯টার দিকে তারা কাশিমপুর কারাগারে পৌঁছান। এ সময় তাদের গার্ড অব অনার দেয়া হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগার-২ পরিদর্শন করেন কারা মহাপরিদর্শকরা।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশের কারা মহাপরিদর্শক কারাগার পরিদর্শন করেছেন।

পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় সম্মেলনে যোগ দিতে এই ১৩টি দেশের আইজি প্রিজনরা বাংলাদেশে এসেছেন।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rlFKhY

May 19, 2017 at 05:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top