বিশ্বনাথে দূর্ধর্ষ ডাকাতি- স্বর্ণ- টাকা’সহ মালামাল লুট

4.05.17বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বুধবার দিবাগত ভোররাতে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের মৃত আশিক মিয়ার পুত্র প্রবাসী আফছর মিয়া ও তাজপুর কদমতলাস্থ ‘ফিজা’র সত্ত্বাধিকারী সাজ্জাদুল হক আলম’র বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।

ডাকাতিকালে হাফপ্যান্টে পরিহিত ডাকাত দল প্রবাসীর মা ও ছোট ভাইকে মারধর করে স্বর্ণ-টাকা’সহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতির সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, ১৫-২০ জনের এক দল ডাকাত বসতঘরের বারান্দার গ্রীল কেটে ঘরের ভিতর প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে থাকা ১৫ ভরি ওজনের স্বর্ণালংঙ্কার, নগদ প্রায় ৪৫ হাজার টাকা, ১শত বৃট্রিশ পাউন্ড, ২০ রিয়াল, ৬টি মোবাইল সেট, কাপর-চোপড়’সহ দামী মালামাল লুট করে নিয়ে গেছে।
প্রবাসীর মা মনোয়ারা খানম বলেন, ডাকাত দলের অনেকের মুখ বাঁধা ছিল। তারা (ডাকাত) আমার ছেলে ও আমাকে ব্যাপক মারধর করে। মারধরের কারণে আমার ছেলে আহত হয়েছে।

প্রবাসীর ছোট ভাই আহত মিজানুর রহমান লায়েক বলেন, অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করেন স্বর্ণালংঙ্কার, নগদ টাকা, পাউন্ড’সহ মালামাল লুট করে নিয়ে গেছে।

ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pCmZFD

May 04, 2017 at 07:48PM
04 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top