চলে গেলেন ‘জেমস বন্ড’ রজার মুর

fআমেরিকা ::

জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ব্রিটিশ অভিনেতা স্যার রজার মুর আর নেই। বিশ্ব নন্দিত এ অভিনেতা মারা গেছেন বলে ঘোষণা করেছে তার পরিবার।

ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার এ তারকা সুইজ্যারল্যান্ডে মারা যান বলে মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে বিভিন্ন গণমাধ্যম তা নিশ্চিত করে। এসময় তার বয়স হয়েছিল ৮৯ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রজার মুরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব অল্প দিন হলেও ক্যানসারের সঙ্গে তুমুল লড়াই করে হেরে গেলেন রজার মুর। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মোনাকোতে শেষকৃত্য করা হবে।

ব্রিটিশ এই অভিনেতার সন্তানদের পক্ষ থেকে টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বাবা, স্যার রজার মুর আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা শোকাহত।’

১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত টানা ১২ বছর সাতটি ছবিতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন রজার মুর। ৫৮ বছর বয়সে তিনি শেষবারের মতো জেমস বন্ড হিসেবে হাজির হয়েছিলেন পর্দায়।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qfRVse

May 23, 2017 at 09:22PM
23 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top