জোট গঠন জাতীয় পার্টির দলীয় বিষয় : ওবায়দুল কাদের

fঢাকা::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সাথে জাতীয় পার্টির কোনো বিরোধ নেই, জোট গঠন তাদের দলীয় বিষয়।

আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটে ২০১৪ সাল থেকে নেই। তারা এখন যেটা আছে সেটা হলো ঐক্যমতের সরকার। তারা একটা রাজনৈতিক জোট করবে এটা তাদের সিদ্ধান্ত। এই যে ৫৮ সদস্যের এলায়ান্স এটা বোধ হয় বাংলাদেশে রেকর্ড। এটার মধ্যে একটা চমক আছে। এই চমকের রেশ শেষ হবে আগামী নির্বাচনে।’

মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেক দিন হয়ে গেছে মন্ত্রিসভার রদবদল হয়নি। মন্ত্রিসভায় রদবদল হয়তো হবে। তবে সবকিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qgTb2w

May 08, 2017 at 05:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top